হোম > বিশ্ব > ভারত

আড়ি পাতা কাণ্ডে বিপাকে মোদি সরকার

প্রতিনিধি, কলকাতা

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ বাড়ল। সোমবার দেশের সর্বোচ্চ আদালত একতরফা রায় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। প্রধান বিচারপতি এনভি রামন জানিয়েছেন, 'আদালতের সামনে রায় ঘোষণা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।' 

সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ভারত সরকার হলফনামা ঠিকমতো পেশ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্তও। তিনি বলেন, 'সরকার আইন মেনে ব্যক্তিগত ফোনে আড়ি পেতেছে কিনা সেটা আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি।' আদালতের কড়া মনোভাবে মোদি সরকার বেশ চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। 

ইসরায়েলের বেসরকারি সংস্থার তৈরি পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে গোটা দুনিয়ার প্রভাবশালীদের পাশাপাশি ভারতের তিন শতাধিক ব্যক্তির ফোনে আড়ি পাতা হয় বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বিচারপতি, গোয়েন্দা প্রধান শিল্পপতি, সাংবাদিকসহ বহু মানুষের নাম উঠে আসে পেগাসাস আড়ি পাতা কেলেঙ্কারিতে। এই নিয়ে ভারতের জাতীয় সংসদেও ব্যাপক হট্টগোল হয়। নাগরিকদের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সসম্মানে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে এদিনও প্রধান বিচারপতি জানতে চান, আইন স্বীকৃত কোনো পদ্ধতি ছাড়া রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারক এবং অন্যদের টেলিফোনে আড়িপাতা হয়েছে কিনা। 

এর আগে সরকারকে হলফনামা দেওয়ার জন্য সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেছিলেন আদালত। কিন্তু এদিন এ বিষয়ে হলফনামা জমা না দিয়ে মেহেতা বলেন, 'জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার সঙ্গে পেগাসাস সম্পর্ক যুক্ত। তাই এই সফটওয়্যার ব্যবহার হলফনামার বিষয় হতে পারে না।' কিন্তু এই মন্তব্যে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতি বলেন, 'আমরা জাতীয় সুরক্ষা বা প্রতিরক্ষা নিয়ে কিছু জানতে চাই না। মৌলিক অধিকারই আদালতের বিচার্য। হলফনামা পেশের জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন রায় ঘোষণা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই।' এর আগে, প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আদালতকে বলেন, 'আমরা জানতে চাই পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে সরকার মৌলিক অধিকার হরণ করেছে কি না।'  

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের