হোম > বিশ্ব > ভারত

১৭ বছর আগে নিহতের উদয়, জেলের ঘানি টানলেন চারজন

১৭ বছর পর জীবিত উদয় হওয়া নাথুনি পাল। ছবি: সংগৃহীত

ভারতের ঝাঁসিতে নাথুনি পাল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর চাচা ও ভাইয়েরা জেলের ঘানি টেনেছেন বেশ কয়েক বছর। জেলের ঘানি টানতে গিয়ে চাচা ইহলোক ত্যাগ করেছেন। এখন জানা যাচ্ছে তিনি জীবিত। ঘটনার ১৭ বছর পর জীবন্ত উদয় হয়েছে তাঁর। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছে ভারতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসি পুলিশ জানিয়েছে, ৬ জানুয়ারি সন্ধ্যায় টহল দেওয়ার সময় তাঁরা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধরেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই গ্রামে ছয় মাস ধরে বসবাস করছিলেন তিনি। পরিচয় নিশ্চিত করার পর জানা যায়, এটি সেই নাথুনি পাল, যাকে বিহার পুলিশের রেকর্ডে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছোটবেলায় বাবা-মাকে হারানো নাথুনি পাল পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীও বহু আগে আমাকে ছেড়ে চলে গেছেন। প্রায় ১৬ বছর হয়ে গেল, আমি শেষবার আমার বাড়ি বিহারে গিয়েছিলাম।’

এর আগে, ২০০৯ সালের আগে কোনো এক সময় নাথুনি পাল তাঁর বাড়ি থেকে নিখোঁজ হন। এই ঘটনার পর নাথুনির মামা অভিযোগ করেন, তাঁর কাকা এবং চার ভাই নাথুনির জমি দখল করতে তাঁকে হত্যা করেছেন।

মামলার এক অভিযুক্ত সত্যেন্দ্র পাল বলেন, ‘আমার ছোট ভাই, যিনি পুলিশে কর্মরত, তাকেও মামলায় যুক্ত করা হয়েছিল। তবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে অনুরোধ জানিয়ে তার নাম এফআইআর থেকে সরানো হয়।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা, আমি এবং দুই ভাই মিলে আট মাস কারাগারে ছিলাম। এখন আমরা জামিনে মুক্ত আছি।’

ঝাঁসি পুলিশের মাধ্যমে যখন সত্যেন্দ্র পাল জানতে পারেন তাঁর ভাই জীবিত, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা অবশেষে খুনের কলঙ্ক থেকে মুক্তি পেলাম।’

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা