হোম > বিশ্ব > ভারত

করোনার ডেলটা ধরন প্রতিরোধ করতে পারে জনসনের টিকা 

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা প্রতিরোধ করতে সক্ষম জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। জানা গেছে, দুটি গবেষণার ফলের ওপর ভিত্তি করে এমনটি জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। 

কোম্পানিটি আটজনের রক্তে পরীক্ষা চালিয়ে দেখেছে যে এই ভ্যাকসিন তাঁদের রক্তে ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধে খুবই কর্যকর। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বেথ ইসরায়েল ডিকনেস মেডিকেল সেন্টারে আরেকটি গবেষণায় রোগ প্রতিরোধক্ষমতার স্থায়িত্ব নিয়ে ২০ জনের ওপর গবেষণা হয়। 

এ নিয়ে জনসন অ্যান্ড জনসনের সংস্থাটি বিবৃতিতে দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। আর এই ভ্যাকসিন নিলে করোনা মারাত্মক হবে না বা হাসপাতালে ভর্তিরও খুব একটা দরকার হবে না। 

পুরো বিশ্বে দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ধরন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রেও এটি দাপট চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 

এক সাক্ষাৎকারে জনসন অ্যান্ড জনসনের সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিভাগের প্রধান জোহান ভ্যান হুফ বলেন, `আমরা খুব খুশি। আমরা আত্মবিশ্বাসী যে এই মুহূর্তে আমাদের ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবে না এবং এটি করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।'

কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের টিকা নেওয়ার ২৯ দিনের মধ্যে ডেলটা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সময় বাড়লে এই প্রতিরোধক্ষমতা আরও বাড়ে। 

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ