হোম > বিশ্ব > ভারত

বিকেলে বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, নেতৃত্বে পরিবর্তনের আভাস

সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। পাঁচ রাজ্যের একটিতেও জিততে পারেনি দলটি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জিতেছে বিজেপি। আর পাঞ্জাবে জয়লাভ করেছে আম আদমি পার্টি। 

নির্বাচনে ভরাডুবির পর আজ রোববার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় বৈঠকে বসতে যাচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠকে নির্বাচনে ভরাডুবি ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে আলোচনা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এই বৈঠক থেকে নির্বাচন দুই-তিন মাস আগে করার বিষয়ে পরিকল্পনা হতে পারে। গুঞ্জন উঠেছে, আজকের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ২০২০ সালের দিকে দলের একাংশের বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকেরা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই।

বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আম আদমি পার্টির দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবে। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’