হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে ৪ জনকে গুলি করে হত্যা, ৫ জেলায় কারফিউ

ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’

এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি