হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে ৪ জনকে গুলি করে হত্যা, ৫ জেলায় কারফিউ

ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’

এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর