হোম > বিশ্ব > ভারত

বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়া জাহাজের ভারতীয় নাবিকদের নিয়ে ব্যঙ্গচিত্র ভাইরাল

জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার জের ধরে এবার দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা ভারতীয় নাবিকদের ব্যঙ্গ করে একটি কার্টুন ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এই কার্টুনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছে। 

আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়ার আগে পাওয়ার বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি। কংক্রিটের পিলারে ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সেতুটি ভেঙে ৫০ ফুট নিচে পানিতে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে একটি জরুরি কল করার জন্য জাহাজে থাকা নাবিকদের প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই কলের ফলে তাৎক্ষণিকভাবে সেতুমুখী যান চলাচল বন্ধ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। 

তবে বাইডেন প্রশংসা করলেও ফক্সফোর্ড নামে একটি মার্কিন ভিত্তিক ওয়েবকমিক সংস্থা ঘটনাটি চিত্রায়ণ করতে একটি কার্টুন ভিডিও শেয়ার করেছে। অ্যানিমেশন ওই ভিডিওটিতে ভারতীয় চেহারার আদলে কয়েকজন নাবিককে কেবল কটি পরিয়ে স্বল্পবসনে উপস্থাপন করা হয়েছে। দেখা যাচ্ছে, অপ্রস্তুত ওই নাবিকেরা আসন্ন দুর্ঘটনার জন্য হাস্যরসাত্মক উপায়ে প্রস্তুতি নিচ্ছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ভিডিওটি শেয়ার করে ফক্সফোর্ড কমিকস লিখেছে, ‘ঘটনার আগ মুহূর্তে ডালির ভেতর থেকে পাওয়া সর্বশেষ রেকর্ডিং।’ 

ভিডিওটির কার্টুন চরিত্রগুলো একে অপরের সঙ্গে বিপদগ্রস্ত অবস্থায় ভারতীয় উচ্চারণে ইংরেজিতে শপথ করছিল। নাবিকদের ব্যঙ্গ করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ৪২ লাখ ভিউ পেয়েছে। প্রায় ২ হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করেছেন। এসব মন্তব্যের বেশির ভাগই ভারতীয়দের উপহাস করে। 

তবে ভিডিওটিকে সহজভাবে নেননি ভারতীয়রা। তারা ওই কমিক সংস্থাটির সমালোচনা করছেন। কার্টুনটি শেয়ার করে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল দাবি করেন, দুর্ঘটনার সময় জাহাজটিকে পরিচালনা করছিলেন স্থানীয় এক পাইলট। তিনি লিখেছেন, ‘যখন জাহাজটি সেতুতে আঘাত করে, তখন এতে একজন স্থানীয় পাইলট ছিলেন। যাই হোক, নাবিকেরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলেই হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে।’ 

তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ভারতীয় নাবিকদের ‘নায়ক’ হিসেবেও আখ্যা দেন সঞ্জীব। আর পূজা সাংওয়ান নামে ভারতীয় এক নারী অ্যাক্সে লিখেছেন, ‘দুঃখজনক ঘটনাটির জন্য লোকেরা ভারতীয় নাবিকদের উপহাস করছে, এটা লজ্জাজনক। অথচ গভর্নর নিজেই নাবিকদের প্রশংসা করেছেন।’

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার