হোম > বিশ্ব > ভারত

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তিনি দিল্লি চাণক্যপুরী এলাকায় তাঁর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে এ প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে-ওই কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী দুই সন্তানসহ দেরাদুনে থাকেন। তাঁর জিতেন্দ্র রাওয়াতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তিনি মারা যাওয়ার সময় তাঁর মা বাড়িতে ছিলেন। এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৭ মার্চ (শুক্রবার) সকালে নয়াদিল্লিতে মারা গেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।’

গোপনীয়তা রক্ষার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই শোক ও অসুবিধার সময়ে মন্ত্রণালয় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান