হোম > বিশ্ব > ভারত

লন্ডনে একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলীয় যুবকের হাতে ভারতীয় ছাত্রী খুন

যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ২৭ বছর বয়সী তেজস্বিনী ভারতের হায়দরাবাদ থেকে এক বছরেরও বেশি সময় আগে উচ্চশিক্ষার জন্য সেখানে যান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়েম্বলি এলাকায় একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলিয়ান এক যুবক তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার আগে কোনো একসময় হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিষয়ে লন্ডন পুলিশ জানিয়েছে, বেশ কয়েকবার ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে আহত ২৮ বছর বয়সী আরও এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার আঘাত গুরুতর নয় বলে জানান চিকিৎসকেরা। 

ভারতের হায়দরাবাদে বসবাস করা তেজস্বিনীর চাচাতো ভাই বিজয় জানান, মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য গত বছরের মার্চে লন্ডনে যান তেজস্বিনী। এক সপ্তাহেরও কম সময় আগে বন্ধুদের নিয়ে ব্রাজিলের ওই যুবকের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগি করে থাকা শুরু করেন।

লন্ডন পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৪ বছর বয়সী পুরুষ ও ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ২৩ বছর বয়সী আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার