হোম > বিশ্ব > ভারত

দিগ্বিজয়-মুকুল নয়, শশীর বিপরীতে লড়বেন মল্লিকার্জুন খাড়গে

বহু নাটকীয়তা শেষে কংগ্রেসের প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতাকারীদের তালিকা নিশ্চিত হয়েছে। দিগ্বিজয় সিং কিংবা মুকুল ওয়াসনিক নয়, শশী থারুরের বিপরীতে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে। স্থানীয় সময় আজ শুক্রবার দলীয় মনোনয়ন দাখিলের শেষ দিনে মল্লিকার্জুন খাড়গে তাঁর মনোনয়ন দাখিল করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলীয় প্রধানের পদে লড়তে রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করতে পারেন মল্লিকার্জুন খাড়গে। কারণ কংগ্রেসের দলীয় নীতি অনুসারে কোনো এক ব্যক্তি একই সময়ে দলীয় ও রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকতে পারবেন না।

কংগ্রেসের উচ্চপর্যায়ের দলীয় নেতাদের মধ্যে ভূপিন্দর সিং হুদা, দিগ্বিজয় সিং, পৃথ্বীরাজ চৌহান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, দলীয় মুখপাত্র এ এম সিংভি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন শশী থারুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেন।

খাড়গে স্থানীয় সময় মনোনয়ন দাখিলের শেষ সময় আজ শুক্রবার বেলা ৩টার আগেই তাঁর মনোনয়ন দাখিল করেন। তাঁর সঙ্গে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দাখিল করেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী কে এন ত্রিপাঠি। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি তা জমা দেননি। আজ সকালে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এক বৈঠকের পর দিগ্বিজয় সিং তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

কংগ্রেসের ওই সূত্র আরও জানিয়েছে, গত রাতে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা কেসি বেনুগোপাল মল্লিকার্জুন খাড়গেকে জানান, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চায় খাড়গে যেন দলীয় প্রধানের পদে নির্বাচন করেন। খাড়গের প্রতি গান্ধী পরিবারের সমর্থন রয়েছে এমন গুজব থাকলেও গান্ধী পরিবার জানিয়েছে, তাঁরা এ বিষয়ে নিরপেক্ষে থাকবে।

এদিকে, গতকাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়াই না করার ঘোষণা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজস্থানে দলীয় বিধায়কদের বিদ্রোহ প্রশমিত করতেই ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে তিনি দলীয় প্রেসিডেন্টের পদে নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছেন। অশোক গেহলট বলেন, তিনি তাঁর দলীয় প্রধানের পদে লড়ার বিষয় নিয়ে রাজস্থানের রাজনীতিতে উদ্ভূত সংকটের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইবেন। সোনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অশোক গেহলট বলেছেন, কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীই নির্ধারণ করবেন কংগ্রেসে মুখ্যমন্ত্রীর পদে কে থাকবে।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ