হোম > বিশ্ব > ভারত

নির্ধারিত সময়ের ৫ সেকেন্ড আগে স্থগিত ভারতের মনুষ্যবাহী মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ

মহাকাশ গবেষণায় একের পর এক উদ্যোগ নিচ্ছে ভারত। কিছুদিন আগে ভারতের চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদে রোভার নামিয়েছে। তার কয়েক দিন পরেই সূর্যকে পর্যবেক্ষণ করতে আরেকটি মহাকাশযান পাঠিয়েছে দেশটি। এবার দেশটি চাঁদে মানুষ পাঠানোর উপযোগী করে তৈরি মহাকাশযান ‘গগনযান’ প্রস্তুত করছে। সব ঠিকঠাক থাকলে আজ শনিবার গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ সেকেন্ড আগে বাতিল হয়ে যায় সেই পরীক্ষামূলক উৎক্ষেপণ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছিল। রকেট নিয়ে যুক্ত করা হয়েছিল ডকে। শুরু হয়েছিল কাউন্টডাউনও। কিন্তু যাত্রা শুরুর মাত্র ৫ সেকেন্ড আগে পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরবর্তী পরীক্ষামূলক উৎক্ষেপণ কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি ইসরো। 

স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের মনুষ্যবাহী মহাকাশযান ‘গগনযান’-এর টিভি-ডি-১ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। সেই ঘটনার সাক্ষী হতে ভোর থেকে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগে স্থগিত হয়ে যায় উৎক্ষেপণ। এরপর উৎক্ষেপণ স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেন ইসরোর প্রধান এস সোমনাথ। 

সোমনাথ জানান, এয়ারলিফটের সময় কোনো সমস্যা হয়নি। মাটি ছাড়ার কমান্ডও ঠিকঠাকই গ্রহণ করেছিল রকেট। কিন্তু ইঞ্জিনের জ্বালানি দহনক্রিয়া শুরু করতে গিয়ে আমরা বাধা পাই। শিগগিরই গগনযানের রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের তারিখ জানানো হবে বলেও জানান তিনি। 
 
এস সোমানাথ বলেন, ‘ইঞ্জিনে জ্বালানি দহনক্রিয়া যে পরিমাণে হওয়ার কথা ছিল, কোনো একটি কারণে সেটি শুরু হতে পারেনি। এখানে কী ভুল হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে।’ রকেটটি নিরাপদ রয়েছে জানিয়ে সোমনাথ বলেন, ‘আমাদের গ্রাউন্ড সাপোর্ট কম্পিউটার এই অসংগতি ধরতে পেরে উৎক্ষেপণের বিষয়টি স্থগিত করে দেয়।’

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’