হোম > বিশ্ব > ভারত

ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা 

কলকাতা সংবাদদাতা 

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে বেরিয়ে নির্বাচনী বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে লাগাতার হিংসাত্মক ভাষণ দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে এবার মামলা দায়ের হলো শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। 

মামলাকারীর তরফে আবেদন জানানো হয়েছে, ধর্মের নামে ভোট চাওয়ার জন্য আগামী ৬ বছর মোদির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আজ মঙ্গলবার ১৪ই মে শীর্ষ আদালতে এমনই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ফতিমা নামে এক মহিলা। 

নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলাকারী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী লাগাতার হিন্দু দেবতা ও মন্দিরের নামে ভোট চাইছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। ফলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং ৬ বছরের জন্য তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিধিনিষেধ জারি হোক। 

এই মামলায় পার্টি করা হয় নির্বাচন কমিশনকেও। তবে এদিন শুনানি চলাকালীন পত্রপাঠ এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। 

আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনো পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘এ ক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নির্বাচন কমিশন) কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিত আপনার।’ 

যদিও নরেন্দ্র মোদির বিরুদ্ধে এহেন মামলা এই প্রথমবার নয়, এর আগে মোদির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। 

তাঁর মামলাও খারিজ করে দিয়েছিল আদালত। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল, ভোট প্রচারে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আরজি রাখা হয় আদালতের কাছে। 

তবে আদালত জানায়, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে। ফলে আদালত কোনো হস্তক্ষেপ করবে না।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার