হোম > বিশ্ব > ভারত

আবারও উত্তাল মণিপুর, সরকারি অফিসে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও

আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। ভাঙচুর চালানো হয়েছে সরকারি অফিসে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মণিপুরের রাজধানী ইমফলে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই তরুণ-তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইমফলে নতুন করে এই বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়। 

ইমফলের কর্মকর্তার জানিয়েছেন, বিক্ষোভকারীরা উরিপক, যাইসকুল, সাগলবন্দ ও তেরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তারা আরও জানিয়েছে, উত্তেজিত জনতা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়িতে আগুন দেয়। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থৌবাল জেলার খোংজাম এলাকায় বিজেপির একটি কার্যালয়ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। 
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পর পূর্ব ও পশ্চিম ইমফলে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে মেতাই ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। এখন পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর