ঢাকা: বর্তমানে ভারত আগের চেয়ে ১০ গুণ বেশি মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার 'মন কে বাত' অনুষ্ঠানে তিনি এমনটি বলেন।
করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সরকারের তৎপরতা উল্লেখ করতে গিয়ে মোদি বলেন, ‘স্বাভাবিক সময়ে আমরা ৯০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন উৎপাদন করতাম। কিন্তু এখন দিনে সাড়ে ৯ হাজার অক্সিজেন উৎপাদন করছি।’
কয়েক সপ্তাহ আগেও ভারতে বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট তীব্র ছিল। অক্সিজেনের অভাবে দেশটিতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংকট দূর করতে এরই মধ্যে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।
দেশটিতে করোনার সংক্রমণ কমলেও মৃত্যু এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।
গত এক দিন ভারতে ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত দেড় মাসের বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জন।