হোম > বিশ্ব > ভারত

মৃত্যুর পরেও তাকে ভোট দিয়ে জিতিয়েছে মানুষ

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন এক নারী প্রার্থী। ভারতের উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনে সম্প্রতি এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উত্তর প্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এ তথ্য জানিয়েছেন।

চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পৌরসভার একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। নির্বাচনে সর্বোচ্চ প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়াকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এএফপির প্রতিবেদন থেকে আরও জানা যায়, পৌরসভা নির্বাচনের মাত্র ১২ দিন আগে ফুসফুস ও পেটের সংক্রমণে মৃত্যু হয় আশিয়া বাইয়ের। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে ব্যালট থেকে নাম মুছে ফেলা সম্ভব হয়নি। ফলে আশিয়া মারা গেলেও ব্যালটে তাঁর নাম থেকে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কর্মকর্তা ভগবান শরণ।

৩০ বছর বয়সী আশিয়া এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাতেই বাজিমাত করেছেন। কিন্তু সেই সাফল্য দেখে যাওয়ার সৌভাগ্য হলো না তাঁর।

আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি স্ত্রীর মৃত্যুর খবর নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু ব্যবস্থা না থাকায় ব্যালট পেপার থেকে নাম বাদ দেওয়া যায়নি।

আশিয়া বি মারা যাওয়ার আগে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং অনেকেই তাঁর পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্থানীয় এক ব্যক্তি বলেন, আশিয়া সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিলেন এবং ভোটাররা তাঁকে যে সমর্থন দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এ কারণেই এই ফলাফল এসেছে। আরেক ব্যক্তি জানান, আশিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ভোট।

আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশিও বলেন, তাঁর স্ত্রী শান্ত আচরণে সবার মন জয় করেছিলেন। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না সাফল্য।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’