ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন; যা আগের দিনের তুলনায় ৪২ জন কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন; যা আগের দিনের তুলনায় তিন হাজার বেশি। আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
ভারতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জন। আর মোট মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন। কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০১ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৭৬ জন। আর মোট মারা গেছেন ৪০ লাখ ৯৯ হাজার ১৭০ জন।