হোম > বিশ্ব > ভারত

দিল্লি কাঁপালেন মমতা-সোনিয়া

প্রতিনিধি, কলকাতা

ভারতে বিজেপি তথা মোদিবিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের নেতৃত্ব কে দেবেন, সে প্রশ্নে না গিয়ে সোজা হাত বাড়ালেন কংগ্রেসের দিকে। কংগ্রেসের পক্ষ থেকেও বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছিল আগেই। গতকালই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর দিল্লির মসনদ থেকে মোদিকে সরাতে বিরোধী জোটের প্রক্রিয়া আরও শক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জানা গেছে, মমতার সঙ্গে বৈঠকে সোনিয়া ছাড়াও রাহুল গান্ধী ছিলেন। পেগাসাস, করোনা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘বৈঠক খুব ভালো হয়েছে। আমি নেতা নই। রাস্তায় লড়াই করা মানুষ।’

কংগ্রেস ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গেও বৈঠক করছেন মমতা। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান ভারতের মোদিবিরোধীরা।
বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে সাংবাদিকদের মমতা বলেন, ‘জোটের নেতা কে হবেন তা আমি জানি না। কারণ আমি রাজনৈতিক জ্যোতিষী নই।’

খুব শিগগিরই জোটের ছবি পরিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী। বিরোধী জোট গঠনে আশা প্রকাশ করে তিনি জানান, বিরোধী দলগুলোর সঙ্গে তাঁর খুবই সুসম্পর্ক রয়েছে। জোট গঠনের বিষয়ে সবাই আন্তরিক। তবে বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা ঠিক করে নিক, আসল শত্রু কারা।’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস আগে থেকেই জোটের বার্তা দিয়ে রেখেছিল তৃণমূলকে। সম্প্রতি তৃণমূলের ভার্চুয়াল সভায় কংগ্রেসের দুই শীর্ষ নেতা পি চিদাম্বরম ও দিগ্বিজয় সিং উপস্থিত ছিলেন। কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পেগাসাস নজরদারির প্রতিবাদ জানানো হয়। গতকাল সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মাও বৈঠক করেন মমতার সঙ্গে।

সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বিজেপিবিরোধী জোটের রাস্তা আরও প্রশস্ত হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুধু কংগ্রেসই নয়, মমতার সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্কও খুব ভালো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় অখিলেশ যাদব তাঁর দলের নেত্রী ও অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে তৃণমূলের হয়ে ভোটের প্রচার চালান। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিরোধী শিবিরের বহু নেতার সঙ্গেও বৈঠক করছেন মমতা। বিরোধীদের ছুড়ে দেওয়া বল এখন কীভাবে সামলাবেন তা নিয়েই ছক কষছেন মোদি ও তাঁর সঙ্গীরা। 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি