ঢাকা: ভারতের মহারাষ্ট্র রাজ্যে ফের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় চার রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের পর ২০ রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আইসিইউতে ছিলেন। অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের প্রথম তলা পুড়ে ছাই হয়ে গেছে। ওই হাসপাতালে করোনা আক্রান্ত কোনও রোগী ছিলেন না।
স্থানীয় বিধায়ক এবং মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র অওহাদ জানিয়েছেন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে রোগীদের। মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকুরকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে করা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে দেওয়া হবে।
গত শুক্রবারই মহারাষ্ট্রের পালঘর জেলার এক করোনা হাসপাতালে আগুন লাগে। অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছিল সেই মর্মান্তিক দুর্ঘটনায়।