হোম > বিশ্ব > ভারত

কলকাতায় গ্রেপ্তার রুদ্রনীল, মমতাকে দেখালেন বাংলাদেশের ভয়

ভারতের পশ্চিমবঙ্গে বহু পুরোনো আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা। গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ শুক্রবারও নগরীর শ্যামবাজার মোড়ে একটি বিক্ষোভ সভার ডাক দিয়েছিল বিজেপি। এই সভায় উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের অনেক তারকাও। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিনেতা রুদ্রনীল ঘোষকে। 

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গ্রেপ্তারের পর রুদ্রনীলকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি পুলিশ ভ্যান থেকে একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আটক হওয়ার পর পুলিশ ভ্যানে বসে ভিডিওটি শেয়ার করেছিলেন রুদ্রনীল। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে যোগ দিয়েছিলাম। আমাদের বলা হয়, রাস্তায় জ্যাম হচ্ছে। তাই আমাদের গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা। এই যে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সবাইকে বলব, রাস্তায় নেমে আসতে। এরা কাউকে ছাড়বে না। দলমত-নির্বিশেষে, ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন। এরা খুন করে দেবে সবাইকে।’ 

বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত রুদ্রনীল আরও বলেন, ‘প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। তারা মানুষের আন্দোলনকে, মা-বোনদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। এই বোনটার দাম নাকি ১০ লাখ টাকা।’ 

শুক্রবার আর জি করকাণ্ডের প্রতিবাদে কলকাতার শ্যামবাজার মোড়ে অবস্থান করার কথা ছিল বিজেপির নেতা–কর্মীরা। দুই ঘণ্টার একটি প্রতীকী অবস্থানের ডাক দিয়েছিল দলটি। সেখানেই পৌঁছে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ আরও অনেকেই। তবে লোক জমায়াতের আগেই তাঁদের মঞ্চ ভেঙে দেয় পুলিশ।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’