হোম > বিশ্ব > ভারত

মেয়েরা সন্ধ্যা ৭টার পর বেরুতে পারেন না, আইনশৃঙ্খলায় ব্যর্থ বিজেপি: অতিশি

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা। ছবি: সংগৃহীত

দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির একটি সিনেপ্লেক্সের পাশে বিস্ফোরণের ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

দিল্লির রোহিনীতে প্রশান্ত বিহারের একটি সিনেপ্লেক্সের পাশে আজ সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে অতিশি বলেন, ‘গত দুই মাসে একই এলাকায় দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটল। এটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ভাঙনের প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী। রাজধানীতে তাদের একমাত্র দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, যা করতে তারা ব্যর্থ।’

অতিশি আরও বলেন, ‘সন্ধ্যা ৭টার পর দিল্লিতে আমাদের মেয়েরা ঘর থেকে বের হতে পারেন না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার আশপাশেও চাঁদাবাজি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি দিল্লির নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ অবস্থাকে প্রকাশ করে।’

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেন। আলাদা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজধানীজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। নারীরা সন্ধ্যার পরে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।’

তিনি আরও বলেন, ‘দিল্লির এই পরিস্থিতি সরাসরি কেন্দ্রীয় সরকারের দায়িত্বহীনতার ফল। আমরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাই।’

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ইস্যুতে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে উত্তেজনা বাড়ছে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

যুক্তরাষ্ট্র–চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ