হোম > বিশ্ব > ভারত

পাঁচ দিনে চারবার জ্বালানি তেলের দাম বাড়ল ভারতে

ভারতে গত পাঁচ দিনে চারবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে আজ শনিবার পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ৯৮ দশমিক ৬১ রুপি হয়েছে, এক দিন আগে যা ছিল ৯৭ দশমিক ৮১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৮৯ দশমিক ০৭ রুপি থেকে বেড়ে ৮৯ দশমিক ৮৭ রুপি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভারতের জ্বালানি তেলের ফার্মগুলো বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে। 

ভারতে সাড়ে চার মাস পর গত ২২ মার্চ থেকে তেলের দাম বাড়তে থাকে এবং মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার বৃদ্ধি পায়। ২০১৭ সালে তেলের মূল্য সংশোধনের পর এবারই এক দিনে সর্বোচ্চ দাম বাড়ল। চার দফায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ দশমিক ২০ রুপি। 

উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে গত ৯ নভেম্বর থেকে ভারত সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও সে সময় বিশ্বে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। গত ১০ মার্চ ভারতের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ধারণা করা হয়েছিল, নির্বাচন শেষ হলে তেলের মূল্য সংশোধন করা হবে। 

এদিকে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মুদিস ইনভেস্টর সার্ভিসেস গত বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কারণে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেলের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) সম্মিলিতভাবে ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে। 

ভারতীয় প্রতিষ্ঠান কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস বলেছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১৩ দশমিক ১ রুপি থেকে ২৪ দশমিক ৯ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন এবং পেট্রলের দাম প্রতি লিটারে ১০ দশমিক ৬ রুপি থেকে ২২ দশমিক ৩ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন, যেহেতু প্রতি ব্যারেলে অশোধিত তেলের দাম হয়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার। 

প্রসঙ্গত, জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য ভারতকে ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলে ভারতেও তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ