হোম > বিশ্ব > ভারত

বকেয়ার পুরো টাকা পরিশোধ করবে বাংলাদেশ—আশাবাদী আদানি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।

দিলীপ ঝা জানিয়েছেন, ২০১৭ সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপে ছিল। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এবং গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেনা পরিশোধে হিমশিম খাচ্ছিল।

এর ফলে, গত বছর আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে কোম্পানির সিএফও দিলীপ ঝা জানিয়েছেন, এখন বাংলাদেশ মাসিক বিলের চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করছে, যার ফলে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা যে অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের তুলনায় বেশি।’

ঝা আরও বলেন, ‘আমরা আশাবাদী, শুধু চলতি মাসের বিলই নয়, পুরোনো বকেয়াগুলোও ধীরে ধীরে পরিশোধ হবে।’

ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর ‘মৌলিক অধিকার’—ভারতে ঐতিহাসিক রায়

নেতার মৃত্যুর পর মহারাষ্ট্রে একীভূত হচ্ছে এনসিপির দুই অংশ

অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

বিমান বিধ্বস্ত: ভারতে উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, ‘সব চুক্তির মা’ বলছে দিল্লি

গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিদ্রূপ

প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ, ভারতে নারীসহ গ্রেপ্তার ৪

কুকি নারীর প্রেমে করুণ পরিণতি—মণিপুরে আবারও বিভাজনের শঙ্কা