হোম > বিশ্ব > ভারত

বকেয়ার পুরো টাকা পরিশোধ করবে বাংলাদেশ—আশাবাদী আদানি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।

দিলীপ ঝা জানিয়েছেন, ২০১৭ সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপে ছিল। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এবং গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেনা পরিশোধে হিমশিম খাচ্ছিল।

এর ফলে, গত বছর আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে কোম্পানির সিএফও দিলীপ ঝা জানিয়েছেন, এখন বাংলাদেশ মাসিক বিলের চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করছে, যার ফলে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা যে অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের তুলনায় বেশি।’

ঝা আরও বলেন, ‘আমরা আশাবাদী, শুধু চলতি মাসের বিলই নয়, পুরোনো বকেয়াগুলোও ধীরে ধীরে পরিশোধ হবে।’

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার