হোম > বিশ্ব > ভারত

ফোন তুলে হ্যালোর বদলে বলতে হবে ‘বন্দে মাতরম’

আর ‘হ্যালো’ নয়, এখন থেকে ফোন তুলে বলতে হবে ‘বন্দে মাতরম’। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নতুন এই নির্দেশনা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ফোন ধরে ‘বন্দে মাতরম’ বলবেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, স্বাধীনতা দিবসের একদিন আগে এমন নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। রোববার (১৪ আগস্ট) মৌখিকভাবে ফোন তুলে ‘হ্যালো’র বদলে ‘বন্দে মাতরম’ বলার নির্দেশ জারি করেন সুধীর। শিগগিরই এই মর্মে সরকারি নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সুধীর মুঙ্গান্তিওয়ারের ভাষ্য, ‘হ্যালো’ একটি ইংরেজি শব্দ। এর ব্যবহার পরিত্যাগ করা প্রয়োজন। ‘বন্দে মাতরম’ নেহাত কোনো শব্দযুগল নয়, প্রত্যেক ভারতীয় এর আবেগ অনুভব করেন।

‘হ্যালো’র জায়গায় ‘বন্দে মাতরম’ বলা চালু করা নিয়ে সুধীর আরও বলেন, ‘স্বাধীনতার ৭৬ তম বছরে পা রাখতে চলেছি আমরা। স্বাধীনতার মহোৎসব পালন করছি। তাই আমি চাই হ্যালোর বদলে সকলে ফোন ধরে বন্দে মাতরম বলুন।’

রোববারই নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তাঁর সরকারে সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পেয়েছেন সুধীর। পাশাপাশি এদিন বনমন্ত্রীও করা হয় তাঁকে। এরপরই এমন নির্দেশনা দিলেন নতুন মন্ত্রী। 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার