হোম > বিশ্ব > ভারত

ফোন তুলে হ্যালোর বদলে বলতে হবে ‘বন্দে মাতরম’

আর ‘হ্যালো’ নয়, এখন থেকে ফোন তুলে বলতে হবে ‘বন্দে মাতরম’। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নতুন এই নির্দেশনা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ফোন ধরে ‘বন্দে মাতরম’ বলবেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, স্বাধীনতা দিবসের একদিন আগে এমন নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। রোববার (১৪ আগস্ট) মৌখিকভাবে ফোন তুলে ‘হ্যালো’র বদলে ‘বন্দে মাতরম’ বলার নির্দেশ জারি করেন সুধীর। শিগগিরই এই মর্মে সরকারি নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সুধীর মুঙ্গান্তিওয়ারের ভাষ্য, ‘হ্যালো’ একটি ইংরেজি শব্দ। এর ব্যবহার পরিত্যাগ করা প্রয়োজন। ‘বন্দে মাতরম’ নেহাত কোনো শব্দযুগল নয়, প্রত্যেক ভারতীয় এর আবেগ অনুভব করেন।

‘হ্যালো’র জায়গায় ‘বন্দে মাতরম’ বলা চালু করা নিয়ে সুধীর আরও বলেন, ‘স্বাধীনতার ৭৬ তম বছরে পা রাখতে চলেছি আমরা। স্বাধীনতার মহোৎসব পালন করছি। তাই আমি চাই হ্যালোর বদলে সকলে ফোন ধরে বন্দে মাতরম বলুন।’

রোববারই নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তাঁর সরকারে সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পেয়েছেন সুধীর। পাশাপাশি এদিন বনমন্ত্রীও করা হয় তাঁকে। এরপরই এমন নির্দেশনা দিলেন নতুন মন্ত্রী। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে