হোম > বিশ্ব > ভারত

গাড়ি কিনে ভারতের পতাকা দেখালেন তসলিমা নাসরিন!

নির্বাসিত লেখক তসলিমা নাসরিন গাড়ি কিনেছেন। আজ রোববার নিজের এক্স হ্যান্ডেল থেকে এই গাড়ির দুটি ছবিও পোস্ট করেছেন। সমালোচকেরা বলছেন, ‘আমার গাড়ি’ শিরোনামে পোস্ট করা ওই দুটি ছবিতে পরিকল্পিতভাবে ভারতীয় পতাকা দেখিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টার দিকে নিজের গাড়ির ছবি দুটি পোস্ট করেন তসলিমা নাসরিন। তবে গাড়িটি কোন মডেলের এবং কবে কিনেছেন—সেই বিষয়ে কোনো তথ্য দেননি। দুটি ছবিই গাড়ির ভেতর থেকে তোলা। এতে বাহ্যিক অংশ দেখা না যাওয়ায় ফলে গাড়িটি কোন রঙের—সেই বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। এর বদলে দেখা গেছে, ভেতর থেকে গাড়ির সামনে অংশে একটি শোপিসের সঙ্গে আড়াআড়িভাবে সেঁটে আছে দুটি ভারতীয় পতাকা।

দেখা গেছে, তসলিমা নাসরিনের সেই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের বেশির ভাগই গাড়ির জন্য লেখিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন মন্তব্য করেছেন, ‘আপনি ভারতের পতাকা দেখাচ্ছেন কেন?’ 

পোস্টের নিচে অনেকে ভারতীয় ‘জয় হিন্দ’ স্লোগানটিও লিখে দিয়েছেন। ভারতীয় পতাকার প্রসঙ্গ টেনে সেই দেশেরই একজন মন্তব্য করেছেন, ‘সেখানে তেরঙা (ভারতীয় পতাকা) দেখে ভালো লাগছে, আপনাকে ভালোবাসি।’ 

আরেকজন লিখেছেন, ‘আপনি কোন গানটি সবচেয়ে বেশি বাজান? ভারত ভাগ্য বিধাতা?’ 

তবে এক্সে পোস্ট করা ছবিগুলোর নিচে মন্তব্যকারীদের কারও প্রশ্নেরই উত্তর দেননি লেখিকা। 

উল্লেখ্য, একাধারে লেখক, চিকিৎসক, নারীবাদী ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদী হিসেবে পরিচিত তসলিমা নাসরিন ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমে তিনি সুইডেন পরে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও বসবাস করেছেন। ২০০০ সাল থেকে তিনি ভারতে বসবাস করছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে ফিরে আসার জন্য তাঁর আকুলতা দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন লেখায়।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত