হোম > বিশ্ব > ভারত

গাড়ি কিনে ভারতের পতাকা দেখালেন তসলিমা নাসরিন!

নির্বাসিত লেখক তসলিমা নাসরিন গাড়ি কিনেছেন। আজ রোববার নিজের এক্স হ্যান্ডেল থেকে এই গাড়ির দুটি ছবিও পোস্ট করেছেন। সমালোচকেরা বলছেন, ‘আমার গাড়ি’ শিরোনামে পোস্ট করা ওই দুটি ছবিতে পরিকল্পিতভাবে ভারতীয় পতাকা দেখিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টার দিকে নিজের গাড়ির ছবি দুটি পোস্ট করেন তসলিমা নাসরিন। তবে গাড়িটি কোন মডেলের এবং কবে কিনেছেন—সেই বিষয়ে কোনো তথ্য দেননি। দুটি ছবিই গাড়ির ভেতর থেকে তোলা। এতে বাহ্যিক অংশ দেখা না যাওয়ায় ফলে গাড়িটি কোন রঙের—সেই বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। এর বদলে দেখা গেছে, ভেতর থেকে গাড়ির সামনে অংশে একটি শোপিসের সঙ্গে আড়াআড়িভাবে সেঁটে আছে দুটি ভারতীয় পতাকা।

দেখা গেছে, তসলিমা নাসরিনের সেই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের বেশির ভাগই গাড়ির জন্য লেখিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন মন্তব্য করেছেন, ‘আপনি ভারতের পতাকা দেখাচ্ছেন কেন?’ 

পোস্টের নিচে অনেকে ভারতীয় ‘জয় হিন্দ’ স্লোগানটিও লিখে দিয়েছেন। ভারতীয় পতাকার প্রসঙ্গ টেনে সেই দেশেরই একজন মন্তব্য করেছেন, ‘সেখানে তেরঙা (ভারতীয় পতাকা) দেখে ভালো লাগছে, আপনাকে ভালোবাসি।’ 

আরেকজন লিখেছেন, ‘আপনি কোন গানটি সবচেয়ে বেশি বাজান? ভারত ভাগ্য বিধাতা?’ 

তবে এক্সে পোস্ট করা ছবিগুলোর নিচে মন্তব্যকারীদের কারও প্রশ্নেরই উত্তর দেননি লেখিকা। 

উল্লেখ্য, একাধারে লেখক, চিকিৎসক, নারীবাদী ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদী হিসেবে পরিচিত তসলিমা নাসরিন ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমে তিনি সুইডেন পরে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও বসবাস করেছেন। ২০০০ সাল থেকে তিনি ভারতে বসবাস করছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে ফিরে আসার জন্য তাঁর আকুলতা দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন লেখায়।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত