হোম > বিশ্ব > ভারত

হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থোঁতা মুখ নিমেষে ভোঁতা

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ৯০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন, কংগ্রেসের দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে আগেভাগেই উল্লাস শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, কংগ্রেস নয় রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোট গণনার প্রথম দিকে বিজেপি বেশ খানিকটা পিছিয়ে ছিল, এগিয়ে ছিল কংগ্রেস। সকালে সাড়ে দশটার আগে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় ও কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভিন্ন চিত্র দেখা যায়। সে সময় বিজেপির কার্যালয় ছিল থমথমে, বিপরীতে কংগ্রেসের কার্যালয় ছিল উচ্ছ্বাসমুখর। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা নাটকীয়ভাবে পাল্টে যায়।

বিভিন্ন বুথফেরত জরিপে বলা হয়েছিল, হরিয়ানায় কংগ্রেস বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে দলটি আসনের বিচারে না জিতলেও ভোটের বিচারে ঠিকই জিতে গেছে। দলটি একা মোট কাস্ট হওয়া ভোটের ৪১ শতাংশ ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে ৩৯ দশমিক ১৬ শতাংশ ভোট।

দিনের শুরুতে কংগ্রেসের দিল্লি কার্যালয়ে পটকা ফাটানো, মিষ্টি-জিলাপি বিতরণ শুরু করেছিল নেতা-কর্মীরা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। কংগ্রেস কার্যালয় হয়ে পড়ে থমথমে এবং বিজেপির কার্যালয়ে শুরু হয় পটকা ফাটানো ও মিষ্টি বিতরণ উৎসব।

এর আগে, ২০১৯ সালের নির্বাচনে হরিয়ানায় বিজেপি ৪০টি আসন জিতেছিল এবং কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। তবে এবার বিজেপি এবং কংগ্রেস দুই দলই আগেরবারের চেয়ে বেশি আসন পেয়েছে। গতবার যেমন অন্যান্য দলগুলো দুই চারটি করে আসন পেলেও এবারে এই বড় দুই দলই বেশির ভাগ আস দখল করেছে।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান