হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের মুসলিম নারী বিক্রির বিজ্ঞাপন

এক বছরের মধ্যে ভারতে আবারও মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এবারও একটি অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করে নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে। এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে। 

এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপ ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই।

এমন অ্যাপে কোনো ঘটনা না ঘটলেও নারীদের হয়রানি করার জন্যই খোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেছেন, সুল্লি ডিলস যেমন দেখিয়েছে, বুলি বাইও তেমনি মুসলিম নারীদের ছবি দেখাচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ। এরই মধ্যে মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাব থেকে বুলি বাই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক