হোম > বিশ্ব > ভারত

শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাঁর ও তাঁর নিয়ন্ত্রিত কোম্পানিগুলোকে ৬২৪ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের (আরএইচএফএল) তহবিল অন্যত্র সরানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ও দণ্ড দেওয়া হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনিল আম্বানি শেয়ারবাজারে কোনো কেনাবেচা করতে পারবেন না। 

এ ছাড়া, অনিল আম্বানিকে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির হোল্ডিং, সহযোগী কোম্পানিতে পরিচালক বা গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হতেও নিষেধ করা হয়েছে।

আরএইচএফএল মামলায় এসইবিআইয়ের চূড়ান্ত আদেশে অনিল আম্বানিকে ২৫ কোটি রুপি জরিমানা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় জড়িত থাকার অভিযোগে অনিল আম্বানি সংশ্লিষ্ট ২১টি কোম্পানির প্রতিটিকে ২৫ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। 

আরএইচএফএলের কর্মকর্তা অমিত বাফনা, রবীন্দ্র সুধালকার এবং পিঙ্কেশ আর শাহকে যথাক্রমে ২৭ কোটি, ২৬ কোটি ও ২১ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। আর কোম্পানি হিসেবে আরএইচএফএলকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি