হোম > বিশ্ব > ভারত

শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাঁর ও তাঁর নিয়ন্ত্রিত কোম্পানিগুলোকে ৬২৪ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের (আরএইচএফএল) তহবিল অন্যত্র সরানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ও দণ্ড দেওয়া হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনিল আম্বানি শেয়ারবাজারে কোনো কেনাবেচা করতে পারবেন না। 

এ ছাড়া, অনিল আম্বানিকে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির হোল্ডিং, সহযোগী কোম্পানিতে পরিচালক বা গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হতেও নিষেধ করা হয়েছে।

আরএইচএফএল মামলায় এসইবিআইয়ের চূড়ান্ত আদেশে অনিল আম্বানিকে ২৫ কোটি রুপি জরিমানা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় জড়িত থাকার অভিযোগে অনিল আম্বানি সংশ্লিষ্ট ২১টি কোম্পানির প্রতিটিকে ২৫ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। 

আরএইচএফএলের কর্মকর্তা অমিত বাফনা, রবীন্দ্র সুধালকার এবং পিঙ্কেশ আর শাহকে যথাক্রমে ২৭ কোটি, ২৬ কোটি ও ২১ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। আর কোম্পানি হিসেবে আরএইচএফএলকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান