ঢাকা: অ্যাস্ট্রেজেনেকা অথবা ফাইজারের দুই ডোজ টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকর। যুক্তরাজ্য সরকারের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। গত বছর প্রথম ভারতে শনাক্ত করা হয় বি.১. ৬১৭ ভ্যারিয়েন্টটি।
অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিনটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতে প্রাপ্তবয়স্কদের এরই মধ্যে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্যের ভিত্তিতে গবেষণাটি করেছে যুক্তরাজ্য সরকার। গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে পাওয়ার করোনার ভ্যারিয়েন্ট বি.১১৭-এর বিরুদ্ধেও ৮৭ শতাংশ কার্যকর ফাইজার এবং অক্সফোর্ডের দুই ডোজ ভ্যাকসিন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এই গবেষণাটি যুক্তরাজ্য সরকারের একটি বৈঠকে চলতি সপ্তাহে উত্থাপন করা হয়েছিল।
জিন গবেষণা সংস্থা স্যাঙ্গার ইনস্টিটিউটের পরিচালক ড. জেফ্রি ব্যারেট ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, আমি মনে করছি ভ্যাকসিনের কার্যকারিতা স্পষ্টভাবে বাড়ছে। প্রতি সপ্তাহে যে প্রতিবেদনগুলো বের হচ্ছে সেখান থেকেই স্পষ্টভাবে এটি বোঝা যায়।