হোম > বিশ্ব > ভারত

‘শাহজাহান তাজমহল তৈরি না করলে তেলের দাম বাড়ত না’

মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’

আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’

 ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’

অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’ 

ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর