হোম > বিশ্ব > ভারত

বিজেপির ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’

ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, যে দল বা জোট উত্তর প্রদেশের লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই কেন্দ্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। তবে তেমনটা হবে কি না, তা এখনই জানা না গেলেও এই রাজ্যে এগিয়ে আছে বিরোধী জোট ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্যই জানাচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপির জোট এনডিএ এগিয়ে আছে মাত্র ৩৬টি আসনে। বিপরীতে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৩টি আসনে। এ ছাড়া অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র একটি আসন গেছে এ দুই জোটের বাইরে। 

ভোট গণনায় এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে এই রাজ্যে ইন্ডিয়া জোট এগিয়েই থাকবে। এর আগের দুই নির্বাচনে বিজেপির জোট এনডিএ এই রাজ্যে ভূমিধস জয় পেয়েছিল। এই রাজ্যে ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে নির্বাচনে লড়ছে কংগ্রেস এবং স্থানীয় দল সমাজবাদী পার্টি। এ ক্ষেত্রে সমাজবাদী পার্টি লড়ছে ৬২ আসনে এবং কংগ্রেস লড়ছে ১৭টি আসনে। দুই দলের প্রার্থীরাই ভালো করবেন বলে আশা করছেন দলগুলোর নেতারা। 

 ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। সেবার বিজেপির জোট এনডিএ ৮০ আসনের মধ্যে পেয়েছিল ৬২টি আসন। সে সময় সমাজবাদী পার্টি পেয়েছিল মাত্র ৫টি আসন। তবে এবার দলটি অনেকগুলো আসন পাবে বলেই ধারণা করা হচ্ছে। 

এদিকে, উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন দলটির পোস্টারবয় খ্যাত রাহুল গান্ধী। এই আসনে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০ হাজার ভোটে এগিয়ে আছেন। এ ছাড়া এই রাজ্য থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজয় রায়ের চেয়ে এগিয়ে আছেন স্পষ্ট ব্যবধানে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার