হোম > বিশ্ব > ভারত

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল, রাজ্যজুড়ে সতর্কতা জারি

আজকের পত্রিকা ডেস্ক­

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি-ঘর, রাস্তাঘাট, হাসপাতালসহ বহু স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে গেছে রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বন্ধ কিতারপুর-মানালি জাতীয় সড়ক। যার প্রভাব পড়েছে যান চলাচলে। পরিস্থিতি এতই ভয়াবহ যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, রাজ্যের বিপাশা নদীর জলস্তরও বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে জানা গেছে। ফলে, পান্ডোহ এবং লারজি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লারজি ও দাহর জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে।

খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। নিচু জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়া ও ভাঙা রাস্তাঘাট উপেক্ষা করেই চলছে উদ্ধার তৎপরতা। প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু