হোম > বিশ্ব > ভারত

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল, রাজ্যজুড়ে সতর্কতা জারি

আজকের পত্রিকা ডেস্ক­

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি-ঘর, রাস্তাঘাট, হাসপাতালসহ বহু স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে গেছে রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বন্ধ কিতারপুর-মানালি জাতীয় সড়ক। যার প্রভাব পড়েছে যান চলাচলে। পরিস্থিতি এতই ভয়াবহ যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, রাজ্যের বিপাশা নদীর জলস্তরও বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে জানা গেছে। ফলে, পান্ডোহ এবং লারজি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লারজি ও দাহর জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে।

খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। নিচু জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়া ও ভাঙা রাস্তাঘাট উপেক্ষা করেই চলছে উদ্ধার তৎপরতা। প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে