হোম > বিশ্ব > ইউরোপ

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই উদ্বেগ জানান। 

ওই টুইট বার্তায় গোয়েন লুইস বলেন, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের দপ্তর ঢাকা-১৭ নির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত। 

এর আগে গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেও এই হামলার ঘটনায় প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথ্যু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই।

এদিকে গতকাল সোমবার বেলা ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে একতারা প্রতীকের এই প্রার্থীকে নৌকার ব্যাজধারীরা মারধর করেন। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

এ বিষয়ে সাংবাদিকদের কাছে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বেলা ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’ পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১