হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় এবার ব্লুমবার্গ নিউজ তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করল

রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে রাশিয়া। আইনের প্রতিবাদে বিবিসি  রাশিয়ায় তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। একই পথে হাটল ব্লুমবার্গ নিউজ। রাশিয়ায় এবার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করল তারা। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ব্লুমবার্গ নিউজ বলেছে, রাশিয়ার অভ্যন্তরে তার সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করছে।

ব্লুমবার্গ এডিটর-ইন-চিফ জন মিকলেথওয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘এ আইন যে কোনো স্বাধীন রিপোর্টারকে সম্পূর্ণভাবে অপরাধীতে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি দেশের অভ্যন্তরে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করবে।’

এর আগে এই আইনের প্রতিবাদে বিবিসি তার সাংবাদিকদের কাজ বন্ধ করে দিয়েছে। তবে রাশিয়ান ভাষায় বিবিসি সংবাদ এখনো দেশের বাইরে থেকে করা হবে।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই আইন স্বাধীন সাংবাদিকতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে।’ 

ক্রেমলিন ইউক্রেনে সংঘাতকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করার পরিবর্তে যুদ্ধ বলায় আপত্তি জানায়। রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে প্রবেশাধিকার আগেই সীমাবদ্ধ ছিল।

এ ছাড়া ডয়চে ভেলে, মেডুজা, রেডিও লিবার্টিও তাদের পরিষেবা সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ। 

রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস করেছিল রাশিয়ার সংসদ। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিলে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল