হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটো-রাশিয়া সংঘর্ষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাইডেনের হুঁশিয়ারি

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে শুরু হবে “তৃতীয় বিশ্বযুদ্ধ”। যা প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে।’  

রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাকে ‘চড়া মূল্য’ দিতে হবে। এদিন মস্কোকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ উসকানি না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বাইডেন। শুক্রবার মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার সময় এসব বলেছেন তিনি।   

রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রকে জৈবিক ও রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ করার পর বাইডেন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি বুদ্ধিমত্তার বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে।  

রাশিয়ার অনুরোধে, ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। 

যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা দেশগুলির মতো ইউক্রেনে লক্ষ লক্ষ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-ট্যাংক মিসাইল পাঠাচ্ছে, পাশাপাশি গোয়েন্দা তথ্য দিচ্ছে। কিন্তু জো বাইডেন আবারও জোর দিয়ে বলেছে যে ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী ইউক্রেনে যুদ্ধ করবে না। বাইডেন বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না।’

বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল