হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে অভ্যুত্থান চক্রান্তের অভিযোগে গ্রেপ্তার ২৫

জার্মানিতে অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে সরকার পতনের চক্রান্তের অভিযোগে ২৫ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জার্মানির ফেডারেল কৌঁসুলির কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফেডারেল কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রায় ৩ হাজার পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় গত বুধবার ‘তথাকথিত রাইখ সিটিজেনস (রাইখসবার্গার) আন্দোলনের’ অনুসারীদের বিরুদ্ধে জার্মানিজুড়ে ১৩০টি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কৌঁসুলিরা জানিয়েছেন, রাইখসবার্গার আন্দোলনের সদস্যরা ছোট ছোট সশস্ত্র দল নিয়ে সহিংস উপায়ে জার্মান পার্লামেন্টে প্রবেশের জন্য দৃঢ়ভাবে প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ জন জার্মান নাগরিক এবং তাদের সঙ্গে ‘সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা’ রয়েছে বলে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য ৩ জন রাশিয়ার নাগরিক। তাঁরাও ওই আন্দোলনকে সমর্থন করতেন বলে অভিযোগ রয়েছে। 

তবে রাশিয়ার নাগরিকেরা এমন আন্দোলনে জড়িত রয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘এটি জার্মানির অভ্যন্তরীণ সমস্যা বলে মনে হচ্ছে এবং এখানে রাশিয়ার পক্ষ থেকে হস্তক্ষেপের প্রশ্নই উঠতে পারে না।’ 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা