হোম > বিশ্ব > ইউরোপ

পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত শেষ, ১২৬ জনকে জরিমানা

সমাপ্ত হয়েছ বহুল আলোচিত পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজন কোভিড আইন ভঙ্গ করে পার্টি করায় তাদের বিরুদ্ধে তদন্তে নামে লন্ডন পুলিশ। তদন্ত শেষে মোট ১২৬ জন দোষী বলে সিদ্ধান্তে পৌঁছান কর্মকর্তারা। এই ১২৬ জনকে বিভিন্ন মাত্রায় জরিমানা করার সুপারিশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লন্ডন পুলিশ জানিয়েছে, ২০২০ সালের মে থেকে শুরু করে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হওয়া আইন ভঙ্গ করে ৮টি পার্টির অভিযোগে মোট ১২৬ জনকে দোষী পাওয়া গেছে তদন্তে। এর মধ্যে ৫৩ জন পুরুষ ও ৭৩ জন নারী। লন্ডন পুলিশের কর্মকর্তারা আরও জানিয়েছেন, শিগগিরই দোষী প্রমাণিত হওয়াদের বিপক্ষে জরিমানা পরিশোধের নোটিশ পাঠানো হবে। 

লন্ডন পুলিশের কর্মকর্তা সুই গ্রের নেতৃত্বে চালানো একাধিক তদন্ত থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। 

আইন ভঙ্গ করে অনুষ্ঠিত হওয়া ‘পার্টিগেট’ নামে পরিচিত কেলেঙ্কারিটি বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বকেই হুমকির মুখে ফেলেছিল। 

পার্টিগেট কেলেঙ্কারির কারণে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জরিমানা গুনেছেন বরিস জনসন। জনসনের মুখপাত্র জানিয়েছেন, জনসনকে নতুন করে আর কোনো জরিমানার মুখোমুখি হতে হবে না। তিনি এরই মধ্যে জরিমানা দিয়ে ফেলেছেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা