হোম > বিশ্ব > ইউরোপ

উড়োজাহাজে আগুন-আতঙ্ক, ডানা থেকে লাফিয়ে পড়ে আহত ১৮

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।

কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।

আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল