স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।