দক্ষিণ-পূর্ব লন্ডনে এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যার দায়ে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবিনা নেসা (২৮) নামে ওই শিক্ষক গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি বারে বন্ধুর সঙ্গে হেঁটে দেখা করতে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। গত শনিবার সকালে একটি পার্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা পরিদর্শক জো গ্যারিটি বলেন, সাবিনার যাত্রা পাঁচ মিনিটের বেশি হওয়া উচিত ছিল কিন্তু সে কখনোই তার গন্তব্যে পৌঁছায়নি।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ লন্ডন থেকে ৩৮ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।