রোমানিয়ায় করোনা ডেডিকেটেড একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর নগরী কন্সটানটার একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে, যা এক বছরেরও কম সময়ের মধ্যে রোমানিয়ায় তৃতীয় ভয়াবহ অগ্নিকাণ্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন লাগার পর রোগীরা হাসপাতালের প্রথম, দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফ দিচ্ছেন এবং দমকলবাহিনীর সদস্যরা হতাহতদের বাইরে নিয়ে আসছেন।
রোমানিয়ার ইমারজেন্সি রেসপন্স ইউনিট প্রথমে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর খবর জানালেও, দেশটির পরিবহন মন্ত্রী লুসিয়ান বোডে পরে জানান, হতাহতের তথ্য নিয়ে প্রাথমিকভাবে দেওয়া তথ্যে গরমিল ছিল।
এর আগে, গত ফেব্রুয়ারিতে দেশটির রাজধানী বুখারেস্টে করোনা ডেডিকেটেড একটি হাসপাতালে আগুন লেগে ৪ জন এবং গত বছরের নভেম্বরে অন্য একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়।