হোম > বিশ্ব > ইউরোপ

ভুলের জন্য ক্ষমা চাই, আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেব: লিজ ট্রাস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’ 

কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন। 

এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’ 

লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান। 

তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট