হোম > বিশ্ব > ইউরোপ

ভুলের জন্য ক্ষমা চাই, আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেব: লিজ ট্রাস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’ 

কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন। 

এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’ 

লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান। 

তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল