হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ৩ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন সম্পন্ন: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ৩ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া প্রশাসনের প্রধান গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শেষ হয়েছে। তাঁর এই মন্তব্যের মাত্র এক দিন পর রাশিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এল। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করেনি।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলান্দাজদের হামলায় চলতি সপ্তাহে অন্তত ২৩ রুশ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন। গত বৃহস্পতিবার রাশিয়ার অন্তর্ভুক্ত চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ এ তথ্য জানান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। কাদিরভের এ মন্তব্য রাশিয়ার জন্য অনেকটা অস্বাভাবিক।

অন্যদিকে, গত দুই দিনে রাশিয়া ইউক্রেনে ৩০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘মস্কো এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র হামলা এবং ৮ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে।’ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কিয়েভের একটি সড়কে দাঁড়িয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এ সময় তাঁর পাশে ইরানের তৈরি বিধ্বস্ত একটি শাহেদ ড্রোন পড়ে ছিল। এ সময় জেলেনস্কি মস্কোর ‘বিমান শক্তির ডানা’ ছিঁড়ে ফেলার আহ্বান জানান। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল