হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যও

যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে এবার কিয়েভ থেকে নিজ দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। রাশিয়ার সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় এবং ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের সম্ভাবনাকে কেন্দ্র করে বাড়তে থাকার উত্তেজনার মধ্যেই ওই ঘোষণা এল। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ইউক্রেনে ‘যেকোনো সময়’ রাশিয়ার আক্রমণের সম্ভাব্য হুমকি বিবেচনায় রেখেই কিয়েভ থেকে ব্রিটিশ দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। 

এ প্রসঙ্গে, যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যদিও ব্রিটিশ কূটনীতিবিদদের বিরুদ্ধে স্পষ্ট কোনো হুমকি নেই তারপরও কিয়েভ দূতাবাস থেকে অর্ধেক কর্মী সরিয়ে নেওয়া হবে। 

এর আগে, সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের স্বজনদের দেশটি ছাড়ার বিষয়ে নির্দেশনা জারি করে। এ ছাড়া দূতাবাসে অবস্থান করা অতিগুরুত্বপূর্ণ নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছাড়তে বলে। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ইউক্রেন ছাড়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। 

এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ‘মার্কিন নাগরিকেরা হয়রানির শিকার হতে পারে’ এমন আশঙ্কা থাকায় ইউক্রেন এবং রাশিয়ায় ভ্রমণ না করার জন্য সতর্ক করা হচ্ছে। ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দূতাবাস খোলা থাকবে। তবে হোয়াইট হাউস থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে ‘যেকোনো সময়’ আক্রমণ হতে পারে।’ 

রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল