হোম > বিশ্ব > ইউরোপ

ডলারের বিপরীতে ১৫ শতাংশ দাম হারাল লিরা, হতভম্ব তুরস্ক

দাম কমেই চলেছে তুরস্কের মুদ্রা লিরার। গতকাল মঙ্গলবার ডলারের বিপরীতে মুদ্রাটির ১৫ শতাংশ দাম কমেছে। তুরস্কের প্রধান বিরোধী দল এই বিপর্যয়কে সবচেয়ে সবচেয়ে অন্ধকারতম বলে আখ্যায়িত করেছে।

লিরার দরপতনের কারণে তুরস্কের সাধারণ জনগণ বিপাকে পড়েছে। তাঁদেরকে ছুটির পরিকল্পনা থেকে শুরু করে সাপ্তাহিক মুদি কেনাকাটা পর্যন্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে। 

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকদারোগ্লু বলেন, এমন বিপর্যয় তুরস্কের ইতিহাসে দেখা যায়নি। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ্য করে কিলিকদারোগ্লু বলেন, এই মুহূর্তে তুরস্ক প্রজাতন্ত্রের জন্য একটি মৌলিক জাতীয় নিরাপত্তা সমস্যা হলো আপনি। 

 মূলত এরদোয়ানের অর্থনৈতিক পরিকল্পনাকেই তুরস্কের অর্থনীতির এই দুর্দশার জন্য দায়ী করা হয়। তার পরিকল্পনা না মানলে সরিয়ে দেওয়া  হচ্ছে পদ থেকেও। গত ২ বছরে কেন্দ্রীয় ব্যাংকের ৪ জন গভর্নর পরিবর্তন করেছেন তিনি।

তুরস্কের রাজধানী আঙ্কারার একটি বাজারের বিক্রেতারা জানান, গতকাল মঙ্গলবার এক ডলারের বিনিময় ১৩ দশমিক ৪৫ লিরা পাওয়া যাচ্ছে। এক বছর আগেও এক ডলারের বিনিময়ে আট লিরা পাওয়া যেত।

 তুরস্কের একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন ২৮ বছর বয়সী সেলিন। তিনি বলেন, আমি মনে করি না এমন একটি দিন নেই যেখানে আমাকে আমার বাজেট দেখতে হচ্ছে না। পরের মাসের বেতন পাওয়ার সময়  হিসাব ১০০ গুণ পরিবর্তিত হয়। টয়লেট পেপারসহ সবকিছু আমাকে ভেবেচিন্তে কিনতে হচ্ছে। 

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির প্রতিষ্ঠাতাকালীন সদস্য তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এমন বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দুষছেন। 

 লিরার এমন পতনের পর তুরস্কের বিরোধী দলের নেতারা জরুরি বৈঠক ডেকেছেন। 

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি