হোম > বিশ্ব > ইউরোপ

ডলারের বিপরীতে ১৫ শতাংশ দাম হারাল লিরা, হতভম্ব তুরস্ক

দাম কমেই চলেছে তুরস্কের মুদ্রা লিরার। গতকাল মঙ্গলবার ডলারের বিপরীতে মুদ্রাটির ১৫ শতাংশ দাম কমেছে। তুরস্কের প্রধান বিরোধী দল এই বিপর্যয়কে সবচেয়ে সবচেয়ে অন্ধকারতম বলে আখ্যায়িত করেছে।

লিরার দরপতনের কারণে তুরস্কের সাধারণ জনগণ বিপাকে পড়েছে। তাঁদেরকে ছুটির পরিকল্পনা থেকে শুরু করে সাপ্তাহিক মুদি কেনাকাটা পর্যন্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে। 

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকদারোগ্লু বলেন, এমন বিপর্যয় তুরস্কের ইতিহাসে দেখা যায়নি। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ্য করে কিলিকদারোগ্লু বলেন, এই মুহূর্তে তুরস্ক প্রজাতন্ত্রের জন্য একটি মৌলিক জাতীয় নিরাপত্তা সমস্যা হলো আপনি। 

 মূলত এরদোয়ানের অর্থনৈতিক পরিকল্পনাকেই তুরস্কের অর্থনীতির এই দুর্দশার জন্য দায়ী করা হয়। তার পরিকল্পনা না মানলে সরিয়ে দেওয়া  হচ্ছে পদ থেকেও। গত ২ বছরে কেন্দ্রীয় ব্যাংকের ৪ জন গভর্নর পরিবর্তন করেছেন তিনি।

তুরস্কের রাজধানী আঙ্কারার একটি বাজারের বিক্রেতারা জানান, গতকাল মঙ্গলবার এক ডলারের বিনিময় ১৩ দশমিক ৪৫ লিরা পাওয়া যাচ্ছে। এক বছর আগেও এক ডলারের বিনিময়ে আট লিরা পাওয়া যেত।

 তুরস্কের একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন ২৮ বছর বয়সী সেলিন। তিনি বলেন, আমি মনে করি না এমন একটি দিন নেই যেখানে আমাকে আমার বাজেট দেখতে হচ্ছে না। পরের মাসের বেতন পাওয়ার সময়  হিসাব ১০০ গুণ পরিবর্তিত হয়। টয়লেট পেপারসহ সবকিছু আমাকে ভেবেচিন্তে কিনতে হচ্ছে। 

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির প্রতিষ্ঠাতাকালীন সদস্য তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এমন বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দুষছেন। 

 লিরার এমন পতনের পর তুরস্কের বিরোধী দলের নেতারা জরুরি বৈঠক ডেকেছেন। 

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে