হোম > বিশ্ব > ইউরোপ

লিভারপুলের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

আজকের পত্রিকা ডেস্ক­

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ব্রিটিশ পুলিশের সদস্যরা। ছবি: এএফপি

লিভারপুল ফুটবল ক্লাবের ইংলিশ প্রিমিয়ার লীগ বিজয় উদ্‌যাপনকালে মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন এক ব্রিটিশ। এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু। পুলিশ জানিয়েছে, এই হামলা কোনো সন্ত্রাসবাদী হামলা নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল ফুটবল দলের প্রিমিয়ার লিগ বিজয় উদ্‌যাপনকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার এই ঘটনায় এক ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে চার শিশুসহ প্রায় ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এই শহরে গাড়ি হামলার ঘটনায় ‘লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্রিটিশ ব্যক্তি’ একাই কাজ করেছেন বলে তারা মনে করেন। ঘটনাটিকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে তদন্ত করা হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জনকে ঘটনাস্থলে ছোটখাটো আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে এক শিশু ও এক প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর।

এক শিশুসহ চার ভুক্তভোগী গাড়ির নিচে আটকা পড়েছিলেন। তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের গাড়িটি তুলতে হয়েছিল। ভারপ্রাপ্ত ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বর্তমানে এর সঙ্গে জড়িত আর কাউকে খুঁজছি না। ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা হচ্ছে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিডিওতে দেখা গেছে, উদ্‌যাপন শেষে লিভারপুলে ভিড়ের মধ্যে একটি কালো রঙের গাড়ি ঢুকে পড়ছে। তখন খেলোয়াড়রা একটি খোলা বাসে ট্রফি প্রদর্শন করছিলেন। গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন শূন্যে ছিটকে পড়েন। গাড়িটি থামার পর ক্ষুব্ধ সমর্থকেরা সেটিকে ঘিরে ফেলে এবং জানালা ভাঙতে শুরু করে। পুলিশ কর্মকর্তারা চালকের কাছে তাদের পৌঁছানো আটকাতে হস্তক্ষেপ করেন।

এই ঘটনার ভুক্তভোগী হ্যারি রশিদ তাঁর স্ত্রী ও দুই ছোট মেয়ে নিয়ে বিজয় র‍্যালিতে যোগ দিয়েছিলেন। তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, গাড়িটি তাঁর থেকে প্রায় ৩ মিটার দূরে মানুষকে চাপা দিতে শুরু করে। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দ্রুত ছিল। প্রথম দিকে, আমরা কেবল পপ, পপ, পপ শব্দ শুনতে পাচ্ছিলাম। সে সময় মানুষ গাড়ির বনেটের ওপর দিয়ে ছিটকে পড়ছিল।’

রশিদ আরও বলেন, গাড়িটি ভিড় আক্রমণ করার পরও চালক গাড়ি চালিয়ে যেতে থাকেন এবং ‘আরও অনেকের ওপর দিয়ে চালিয়ে দেন। এটিকে ইচ্ছাকৃত বলেই মনে হয়েছিল। এই অবস্থায় আমার মেয়ে চিৎকার করতে শুরু করে।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট