হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভ যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে রুশ আক্রমণে ৬০ তম দিনে যুদ্ধবিধ্বস্ত কিয়েভ সফরের যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী। ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র প্রদানসহ অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফর করবেন তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের বিষয়টি ঘোষণা করেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের পর দেশটিতে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

যদিও এই সফরের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেট ডিপার্টমেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকার করেছে। 

এদিকে, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা সকলেই নিশ্চিত যে আমরা কোনো বাহিনী কিংবা শয়তানদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হব না।’ 

শনিবার এক সংবাদ জেলেনস্কি সম্মেলনে বলেছিলেন, কিয়েভ সফরকালে মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় ইউক্রেনের জন্য প্রয়োজনীয় শক্তিশালী ও ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে কথা বলবেন। যেগুলো ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ব্যবহার করা হবে। 

এদিকে, ইউক্রেন যুদ্ধ নিরসনে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে দেশ দুটি সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সফরে তিনি রাশিয়া ও ইউক্রেন যাওয়ার আগে তুরস্ক ভ্রমণ করবেন। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল