হোম > বিশ্ব > ইউরোপ

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে লাগানো হবে ৫ কোটি গাছ

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ৫ কোটি গাছের একটি বনভূমি তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্যের সরকার। এরই মধ্যে প্রায় ৩০ লাখ গাছ লাগানো হয়েছে। সম্প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার আরও দেড় কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে।

এই পরিকল্পনার আওতায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার, লিডস এবং শেফিল্ড নিয়ে লিভারপুল থেকে হাল পর্যন্ত একটি পাতাযুক্ত করিডোর তৈরি করা হবে। প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান উডল্যান্ড ট্রাস্ট এর তথ্যমতে, এই অর্থ দিয়ে আগামী বছরজুড়ে আরও দশ লাখ গাছ লাগানো যাবে।

উত্তরাঞ্চলে বনভূমি তৈরির জন্য উডল্যান্ড ট্রাস্ট এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক সিমন ম্যাগিয়ান বলেন, এই অর্থ অনুদানের ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অর্থ দিয়ে এই শীত মৌসুমে আরও দশ লাখ গাছ লাগানো যাবে। এর ফলে এই অঞ্চলের পরিবেশ অনেকটা প্রাণ ফিরে পাবে।

উল্লেখ্য, এই প্রকল্পটি তিন বছর আগে এসব এলাকায় বনভূমি বাড়ানোর জন্য নেওয়া হয়েছিল। আগামী ২৫ বছরে এই অঞ্চলে বনভূমি তৈরির জন্য ৫০ কোটি ইউরো খরচ করা হবে। এর বেশির ভাগ অর্থ আসবে অনুদান থেকে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট