হোম > বিশ্ব > ইউরোপ

তেলের উৎপাদন দৈনিক ৫ লাখ ব্যারেল কমাচ্ছে রাশিয়া, দাম বাড়ল বিশ্ববাজারে

আগামী মার্চ থেকে দৈনিক ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। নতুন এই সিদ্ধান্তে রাশিয়ার তেল উৎপাদন কমে যাবে শতকরা ৫ শতাংশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এই ঘোষণার কথা জানান। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার পর এমন পদক্ষেপ নিল মস্কো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া থেকে উৎপাদন কমানোর খবরের পরপরই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য। এক লাফে ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

জ্বালানি তেল উৎপাদনের বিষয়ে ওপেক প্লাসের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে উপপ্রধানমন্ত্রী নোভাক জানিয়েছেন, ওপেক প্লাসের সদস্যদের সঙ্গে সেই অর্থে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই স্বেচ্ছায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার অংশ হিসেবে গত বছরের ৫ ডিসেম্বর রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেন জোট ও অস্ট্রেলিয়া। তেলের ওপর পশ্চিমাদের ওই মূল্যসীমা বেঁধে দেওয়ার প্রতিক্রিয়াতেই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। এর আগে পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট