হোম > বিশ্ব > ইউরোপ

শস্যচুক্তির পর ইউক্রেন ছাড়ল প্রথম ভুট্টাবাহী জাহাজ

রাশিয়ার সঙ্গে শস্যচুক্তির পর আজ সোমবার শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। তুর্কি ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় সোমবার ভোরে জাহাজটি দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দর ছেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর থেকে ইউক্রেনের বন্দর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। তবে বন্দর থেকে শিপমেন্ট চালু করার ব্যাপারে সম্প্রতি একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে উভয় দেশ। সেই চুক্তির অধীনে প্রথম জাহাজটি আজ বন্দর ছাড়ল। আশা করা হচ্ছে, এই চুক্তির কারণে বৈশ্বিক খাদ্যসংকট কমবে এবং শস্যের দামও কমবে। 

তুরস্ক বলেছে, সিয়েরা লিওনের পতাকাবাহী রজোনি নামের জাহাজটি লেবাননে ডক করবে। আগামী সপ্তাহে আরও জাহাজ চালানের পরিকল্পনা করা হয়েছে। ইস্তাম্বুলের জয়েন্ট কো-অর্ডেনশন সেন্টার বলেছে, জাহাজটি প্রায় ২৬ হাজার টন ভুট্টা বহন করছে এবং মঙ্গলবার এটি তুর্কি জলসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী আলেক্সান্ডার কুব্রাকভ ফেসবুকে লিখেছেন, ‘আজ ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে বৈশ্বিক ক্ষুধার নিবারণের আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।’ আগামী সপ্তাহে ওদেসা বন্দর ছেড়ে যাওয়ার জন্য আরও ১৬টি জাহাজ অপেক্ষা করছে। 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শস্যবাহী প্রথম জাহাজ বন্দর ছেড়ে যাওয়াকে স্বাগত জানিয়েছেন। এ চুক্তি বাস্তবায়নে তুরস্কের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। 

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত মাসে রাশিয়ার সঙ্গে শস্যচুক্তিটি হয়। চুক্তিটি ১২০ দিন স্থায়ী হবে। উভয় পক্ষ সম্মত হলে এটি পুনর্নবীকরণ করা যেতে পারে। 

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার

ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে মরল প্রথম ব্রিটিশ সেনা, লন্ডনের স্বীকারোক্তি

নরওয়েতে থেকেও মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে গেলেন না যে কারণে