জায়নবাদ বা ইহুদি জাতীয়তাবাদের সমালোচনাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য আইন প্রণয়নের প্রস্তাব করেছেন ফ্রান্সের ১৬ জন সিনেটর। সিনেটর স্টিফেন লে রুদুলিয়ার বলেন, ইহুদি জাতীয়তাবাদ বিদ্বেষের কারণে ইহুদি বিদ্বেষ বাড়ছে।
সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, ইহুদি জাতীয়তাবাদ আন্দোলনের কারণে ১০ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছে এবং আটক হয়েছে আরও ১০ লাখ।
বিশিষ্ট ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে বলেন, ‘জায়নবাদ একধরনের ঔপনিবেশিক আন্দোলন, যার মাধ্যমে জোর করে ফিলিস্তিনিদের মাতৃভূমি দখল করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্য ছিল ওই দেশে উপনিবেশ স্থাপন করা এবং আরব বিশ্বের কেন্দ্রে প্রবেশ করার সম্ভাব্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য।’
গত মাসে জনব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে—এমন আশঙ্কা জানিয়ে ফ্রান্সে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিষিদ্ধ করা হয় বলে জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি বলেন, এ ধরনের যেকোনো বিক্ষোভ সংঘটিত হলে গ্রেপ্তার করা হবে।
ফ্রান্স দীর্ঘকাল থেকেই ইসরায়েলের ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনাকে সমর্থন জানিয়ে আসছে। গাজার বিরুদ্ধে চলমান ইসরায়েলের এ যুদ্ধে ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিকভাবে সহযোগিতা করে আসছে। ইসরায়েলের গণহত্যামূলক বোমা হামলাকে ফ্রান্স বারবারই কূটনৈতিকভাবে যৌক্তিক বলে সমর্থন করেছে।