হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০০ শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

স্থানীয় সময় শনিবার (১১ জুন) প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, মারিউপোল শহরের দক্ষিণ-পূর্ব বন্দরে রুশ সামরিক বাহিনীর হামলায় আরও ২৪ শিশু নিহত হয়েছে। ওই এলাকা গত মে মাসের মাঝামাঝি রুশ বাহিনী দখল নেওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ২৮৭ শিশু মারা গেছে বলেও জানায় প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৪৯২ শিশু। তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। 

এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানায়, রুশ হামলার কারণে ইউক্রেনে আড়াই শতাধিক শিশু নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে আছে আরও ৫০ লাখ শিশু। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। জাতিসংঘের হিসাবে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে দেশটিতে। তবে মস্কোর দাবি, সামরিক অভিযানে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর কোনো হামলা চালানো হচ্ছে না। 

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরে কলেরা ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র বলেছেন, ‘রুশ হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যানিটেশন-ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তায় রাস্তায় পড়ে থাকা অনেক মৃতদেহ পচে যাচ্ছে।’ 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল