ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০০ শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সময় শনিবার (১১ জুন) প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, মারিউপোল শহরের দক্ষিণ-পূর্ব বন্দরে রুশ সামরিক বাহিনীর হামলায় আরও ২৪ শিশু নিহত হয়েছে। ওই এলাকা গত মে মাসের মাঝামাঝি রুশ বাহিনী দখল নেওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল।
এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানায়, রুশ হামলার কারণে ইউক্রেনে আড়াই শতাধিক শিশু নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে আছে আরও ৫০ লাখ শিশু।
এদিকে ইউক্রেনের মারিউপোল শহরে কলেরা ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র বলেছেন, ‘রুশ হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যানিটেশন-ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তায় রাস্তায় পড়ে থাকা অনেক মৃতদেহ পচে যাচ্ছে।’