হোম > বিশ্ব > ইউরোপ

আত্মহত্যা প্রবণতার সঙ্গে সংযোগ, তদন্তের মুখে চুল পড়া ঠেকানোর ওষুধ

পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়। 

শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। 

ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ। 

একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে। 

ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে। 

এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন